প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের সাংবাদিক আবাসন প্রকল্প সংশ্লিষ্ট বিষয়ে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নজিবুল ইসলামসহ সিনিয়র সাংবাদিকদের জড়িয়ে সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল বিভ্রান্তিকর যে অপপ্রচার চালাচ্ছেন তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

মূলত; করাপসন মিডিয়া নামে সরকার বিরোধী একটি ফেসবুক পেইজে সম্প্রতি সাংবাদিকদের দীর্ঘ বছরের পুরনো ওই আবাসন প্রকল্প নিয়ে মানহানিকর ভিডিও ক্লিপ প্রচার করে। ওই লিংকটি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে শেয়ার করে সদর উপজেলা চেয়ারম্যান জুয়েল। উপরে ক্যাপশনে নজিবুল ইসলামকে জড়িয়ে মানহানিকর কিছু মন্তব্য লিখেছেন এই উপজেলা চেয়ারম্যান। যা খুবই দুঃখজনক। তার এ ধরণের অপপ্রচারমূলক বক্তব্য আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে না নিলে সাংবাদিকরা উপজেলা চেয়ারম্যান জুয়েলের সব ধরনের সংবাদ বর্জন করার সিদ্ধান্ত নিবে।