পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজার জেলার পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কে একটি বেপরোয়া গতির বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী দুই যাত্রী নিহত হয়েছে। এতে আরও দুই নারীপুরুষ গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৪জুলাই) বিকাল সাড়ে তিন টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশনের উত্তর পাশে এবিসি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা সংগঠিতহয়। নিহতরা হলেন, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ী ইউনিয়নের খরলিয়া বাজার এলাকার মৃত আহম্মদ নবী ছেলে মো: সিহাব উদ্দিন (৪৬), আনোয়ারা উপজেলার উত্তর বন্দর এলাকার হাবিবুর রহমানের ছেলে মোঃ নুরুল আমিন (৩৪)। আহতরা হলেন, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদের বিএসসি (৪৭)। আহত নারী যাত্রীর নামপরিচয় জানা যায়নি। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেও পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) প্রেরণ করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পেকুয়া অভিমুখী বাসটি সড়কের বাঁক ঘুরতে গিয়ে চট্টগ্রাম অভিমুখী সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি মুহুর্তের মধ্যেই দুমড়ে মুচড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে সিএনজি অটোরিকশা কেটে হতাহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমসও) ডা: মো: মুজিবুর রহমান বলেন, গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসের ধাক্কায় মাথায় গুরুতর আঘাতজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে। নিহতের দুইজনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা এলে আইনি প্রক্রিয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।