প্রেস বিজ্ঞপ্তি:
টেকনাফ উপকূলীয় ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ ও পরিষদের ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।
আগামী ১১ই জুলাই ২০২৩ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রনালয়ের কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনার উদ্যোগে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী/প্রতিষ্ঠান- কে ক্রেষ্ট/সনদ প্রদান ঘোষণা পত্রে বাহারছড়া ইউনিয়ন পরিষদের নাম উঠে আসে।
বাহারছড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য খোকন চেয়ারম্যান জেলার এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
আগামী ০৬ জুলাই, ২০২৩ সকাল ১০.০০ ঘটিকায় শহীদ এটিএম জাফর আলম সিএসসি সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজার-এ উপস্থিত হয়ে ক্রেষ্ট/সনদ গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনার উপ- পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ পিন্টু কান্তি ভট্রাচার্য।
আরো খবরঃ
কাঁচা মরিচের সালাদ নিয়ে বর কনে পক্ষের সংঘর্ষ, আহত ১৫
রোহিঙ্গা নিপীড়নের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য মোমেনের আহ্বান