এম আবু হেনা সাগর,ঈদগাঁও:
নবসৃষ্ট ঈদগাঁও উপজেলার প্রতিশ্রুতিশীল এক ঝাঁক কওমি তরুণ ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত বৃহৎ এলাকার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
৫ই জুলাই ঈদগাঁও বাজারের ইমাম জাফর মিলনায়তনে সকাল ৯টায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঈদগাঁও উপজেলার জনপ্রিয় কওমি সংগঠন ‘বৃহত্তর ঈদগাঁও তরুণ ওলামা পরিষদ’ কর্তৃক ঈদ পুনর্মিলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত বোর্ড পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া এলাকার ২৪ জন মেধাবী শিক্ষার্থীদেরকে বিশেষ পুরস্কার প্রদান করেন তরুণ ওলামা পরিষদ।
ক্বারী আব্দুল্লাহ আল মামুনের কোরআন তেলোয়াত ও ঐক্য পরিবার সদস্য মাওলানা আমিনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন- ইসলামি সঙ্গীত জগতের সুপরিচিত নবজাগরণ শিল্পী গোষ্ঠীর পরিচালক মাওলানা আলমগীর, কক্সবাজার শিল্পগোষ্ঠীর পরিচালক মাওলানা ক্বারী আরফাতুল ইসলাম।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি মাওলানা ইউসুফ। বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা সাদ উদ্দীন। কৃতি শিক্ষার্থীদের সম্মাননা অন্যদেরকে দারুণ ভাবে উজ্জীবিত করবে উল্লেখ করে এমন আয়োজন আরো হওয়া দরকার মনে করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পোকখালী মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজ উদ্দিন সুলতানী।
বক্তব্য রাখেন,বোয়ালখালি মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি মাওলানা নুরুল হাকিম, তরুন ওলামা পরিষদের সভাপতি মাওলানা ওমর ফারুক, গোমাতলী মাদ্রাসার পরিচালক প্রখ্যাত ওয়ায়েজ ও সুপরিচিত বক্তা হয়রত মাওলানা ইমাম জাফর আলম,ওলামা পরিষদের সাধারণ সম্পাদক ও বেফাকুল মাদারিস বাংলাদেশের পরিদর্শক মুফতি আরিফ বিল্লাহ।
মাওলানা ওমর ফারুক সাহেব, সহকারী শিক্ষা পরিচালক ওয়াদুদীয়া মাদ্রাসা খুরুশকুল,
মাওলানা মুফতি, ঐক্য পরিবার সদস্য এরফান উল্লাহ জাফর মুহাদ্দিস ও শিক্ষা পরিচালক আল-জামিয়াতুল ইসলামিয়া তারাইল ফুকরা মাদ্রাসা কাশিয়ানী গোপালগঞ্জ, মাওলানা সাইফুল ইসলাম শিক্ষক আল গেফারী মাদ্রাসা,
মাওলানা ঈসমাইল শিক্ষার্থী আইওসি ইউনিভা র্সিটি চট্টগ্রাম, মাওলানা সায়েম শিক্ষক আল গিফারী মাদ্রাসা ঈদগাঁও, মাওলানা শামিম সভা পতি এইচ টি এম গ্রুপ। তাদের অক্রান্ত পরিশ্রমে সফল অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে পুরষ্কার প্রাপ্ত হন পটিয়া মাদ্রাসার ১ জন, পোকখালী মাদ্রাসার ১৪জন, বোয়ালখালী মাদ্রাসার ৭জন, গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসা ১ জন এবং পাহাশিয়াখালী এশাআতুল ইসলাম মাদ্রাসার ১ জন।
পরিশেষে মাওলানা ইমাম জাফর আলমের দোয়া ও মোনাজাতে মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি ঘটে।
আরো খবরঃ
ঈদগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু