শেফাইল উদ্দিন/ আজিজুর রহমান রাজু ঈদগাঁও:

কক্সবাজারের সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পা বিচ্ছিন্ন হয়ে পঙ্গু সাংবাদিক আমান উল্লাহ আনোয়ারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা শাখা।

বুধবার (৫ জুলাই) বিকাল ৪ টার সময় কক্সবাজার সদর হাসপাতালের ৫ম তলায় ৫০৩নং কেবিনে দেখতে যান জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলার নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সভাপতি কামল হোসেন আজাদ, সহ সভাপতি শেফাইল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (ইলি) সহ সাধারণ সম্পাদক শায়েখ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মিনার, অর্থ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন, ঈদগাঁও প্রেসক্লাব এর সহ সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন পিন্টু, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটি দপ্তর সম্পাদক ছৈয়দ আমিন,সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান রাজু,সহ পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক হোসেন ইমন সহ সাংস্কৃতিক সম্পাদক ফাহিমসহ অন্যান্য সংবাদকর্মীরা।

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার শাখার প্রচার সম্পাদক আহত মোঃ আমানউল্লাহ আনোয়ারকে আর্থিক সহযোগিতা করেন এবং পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে নেতৃবৃন্দরা বলেন হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

উল্লেখ্য গত ২৫ জুন সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে রামু উপজেলা খুনিয়া পালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা নামক স্থানে পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে মৃত ভেবে ফেলে চলে যায়। স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার বাম পা অকেজো হয়ে যাওয়াই পা কেটে পেলেন চিকিৎসক।
বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসাধীন আছেন।

আরো খবরঃ

ঈদগাঁও তরুণ ওলামা পরিষদের ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ঈদগড়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ফারাজ করিম চৌধুরী