সংবাদ বিজ্ঞপ্তি :
পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে অধ্যয়নরত মহেশখালী’র হোয়ানকের শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)’র ২০২৩-২৪ কার্যকরী কমিটির আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
৫’ই জুলাই ( বুধবার) এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ছরওয়ার কামাল ও ২০২২-২৩ কার্যকরী কমিটির সভাপতি ফকরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের( চবি) শিক্ষার্থী খাইরুল আমিন নয়নকে সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী রহিম উল্লাহ বাদশা কে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেয়া হয়।
পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব হোয়ানক (পুসাহ)’র ২০২৩-২৪ কার্যকরী কমিটির আগামী এক বছরের জন্য অনুমোদিত কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন, নিশাত তাসনিম রিফা (চবি), মিজানুর রহমান মিনহাজ (রাবি), উম্মে শাহিবুন্নেছা আসমা (সিভাসু)
ও ভুবন চন্দ্র দে (চবি)। এবং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন সাজু দে (চবি), আকাশ, কান্তি দে (ঢাবি), উম্মে হাবিবুন্নেছা ইসমা (ডুয়েট)
ও টিপু দে নিরব ( বশেমুরবিপ্রবি)।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক : তানজিদা সুলতানা চুহিন (রমেক) সহ-সাংগঠনিক সম্পাদক তাহমিনা খানম মুন্নি ( চবি), অর্থ সম্পাদক : এফ. এম ইসহাক (নোবিপ্রবি), সহ-অর্থ সম্পাদক : সানজিদা মুন্নি (কুবি), দপ্তর সম্পাদক : মামুনুর রশিদ (চবি),
উপ-দপ্তর সম্পাদক : আবু আরিফ নাঈম ( রাবিপ্রবি), আইন বিষয়ক সম্পাদক : পারভেজ মোশাররফ (চবি), প্রচার সম্পাদক : আশেক আশরাফুল (চবি), উপ-প্রচার সম্পাদক : ওয়াফিকা হেলালী নিহা (চবি), মিডিয়া সম্পাদক : উম্মে জুবাইরুন্নেছা ময়না (শেবাচিম), শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক : আফিফা খানম মুন্নি (কুবি),
সহ- শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক : শাকিল মোহাম্মদ শাওন (চমেক), ধর্ম বিষয়ক সম্পাদক : আরিফুর রহমান (চবি), সাহিত্য বিষয়ক সম্পাদক : সালাহ উদ্দিন (চবি), আইসিটি বিষয়ক সম্পাদক : নজীবুল্লাহ চৌধুরী আশেক (জাককানইবি),
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : আবু তৈয়ব (সাস্ট), সাংস্কৃতিক সম্পাদক : ওসামা বিন গণি (চবি) ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন মোহাম্মদ সালমান (বশেফমুবিপ্রবি)
আরো খবরঃ
নবনির্বাচিত মেয়রের সাথে বশেমুরবিপ্রবি’র শিক্ষার্থীদের সাক্ষাৎ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।