আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফের বরইতলী প্যারাবন এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,শুক্রবার (৭ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বড়ইতলী প্যারাবন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে সদর ইউনিয়নের বড়ইতলী প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যগণ তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত প্যারাবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৫টি বস্তা থেকে সর্বমোট ৫৯৪ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো খবর
কক্সবাজারে বিএনপির নির্যাতিত পরিবারের সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠান
মাতামুহুরি সাংগঠনিক উপজেলা মহিলা দলের কমিটি অনুমোদন
দ্রুত ‘ধর্ম ও ধর্মীয় গ্রন্থ সংরক্ষণ আইন’ প্রণয়ন করার আহ্বান নতুনধারার
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।