মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
এবার বান্দরবানের আলীকদম উপজেলায় আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবি)’র জওয়ানরা একটি মাদকদ্রব্যের চালান জব্দ করেছে।

শনিবার (৮ জুলাই) রাতে আলীকদম-কুরুকপাতা-পোয়মুহুরী সড়কের ক্রিলাইপাড়া বিজিবির অস্থায়ী যৌথ চেকপোষ্টে নম্বরবিহীন একটি সিএনজিতে তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে- ৩টি বস্তা হতে ঈগল, হুইস্কি ৩৬ বোতল, ব্যান্ড রয়েল হুইস্কি ১১ বোতল (তন্মধ্যে ০২টি ভাংগা) এবং মারডালাই রাম ১২ বোতলসহ সর্বমোট ৫৯ বোতল বিদেশি মদ।

আলীকদমে ৫৭ বিজিবির চেকপোস্টে ৫৯ বোতল বিদেশি মদ আটক

ধারণা করা হচ্ছে, এসব মদ আলীকদম-মিয়ানমার সীমান্ত পাড়ি দিয়ে নিয়ে আসা হচ্ছিল। ৫৭ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আকিব জাভেদ, পিএসসি জানান, আটককৃত এসব মদের মূল্য ৮৮ হাজার ৫শ’ টাকা। তিনি জানান, পোয়মুহুরী হতে আলীকদমের উদ্দেশ্যে মদভর্তি সিএনজিটি গমন করছিল। চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মোঃ বিল্লাল হোসেন ও দায়িত্বরত বিজিবি সদস্যরা সিএনজিটিকে থামালে সিএনজিতে অবস্থানরত আরোহী দ্রুত পালিয়ে যায়।

পরে সিএনজিসহ ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত সিএনজি ড্রাইভারের নাম মোঃ রিদুয়ন(২৬)। সে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়ানের দক্ষিণ বাবুপাড়ার মৃত আমির হামজার ছেলে। আসামীর সাথে ১টি বাটন মোবাইল ও নগদ ১২২০ টাকা পাওয়া গেছে।

বিজিবি’র সূত্র জানায়, জব্দকৃত মালামালসহ ধৃত আসামি ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য আলীকদম থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।

 

আরো খবর

খুনি প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক ফরিদের আহাজারি, মিথ্যা মামলা প্রত্যাহার হয়নি এখনো

চকরিয়া পৌরসভা বিএনপি’র নতুন কমিটি অনুমোদন

পেকুয়ার মাস্টার মুবিনুল হকের মৃত্যুতে সালাহউদ্দীন আহমদের শোক