রামুর রশিদনগরে জমি দখল চেষ্টার অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঐ ইউনিয়নের গতবারের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম মোর্শেদ।
তিনি বলেন, মিথ্যা সংবাদ প্রকাশকারী আব্দুর রশিদ ২০২১সালে জমি দখল চেষ্টা করায় ঐ জমির আসল মালিকের ওয়ারিশ মোয়াজ্জেম মোর্শেদ একটি মামলা দায়ের করেন। আদালত তদন্ত সাপেক্ষে গত ৫ জুলাই অভিযুক্ত আব্দুর রশিদকে উক্ত নালিশী জমিতে না যাওয়ার জন্য নির্দেশ দেন। এরপর পুলিশ আদেশভিক্তিতে সেখানে গিয়ে আব্দুর রশিদকে বারণ করেন। কিন্তু অভিযুক্ত আব্দুর রশিদ আদালতের নির্দেশ অমান্য করে দলবল সাথে নিয়ে ঐ জমিতে গিয়ে হাতে একটি ক্রিস নিয়ে চাষাবাদে বাধা দেয় ও উপস্থিত অন্যান্যদের ভয়ভীতি দেখায়। এসময় খবর পেয়ে মোয়াজ্জেম মোর্শেদ স্বশরীরে ছুটে গিয়ে পুলিশকে কল দেয়। কিন্তু পুলিশ আসা পর্যন্ত অনাকাঙ্ক্ষিত অঘটন ঘটার আশঙ্কা বুঝতে পেরে নিজে গিয়ে তাদের বাধা দেয়। এতে অভিযুক্ত আব্দুর রশিদ মোয়াজ্জেম মোর্শেদকে হামলা করতে চাইলে, তিনি তার হাত থেকে ধারালো ক্রিসটি কেড়ে নেন৷ ক্রিসটি কেড়ে নিয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ তার একটি ছবি তোলে নেয় এবং ঐ ছবি দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।