নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
জানা যায়,নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি পরিত্যক্ত অবস্থায় ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
শুক্রবার ১৪ জুলাই বিকাল ৪টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি এর আওতাধীন ফুলতলী বিওপির জেসিও-নায়েব সুবেঃ মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক বিওপি থেকে আনুমানিক ১ কি.মি. পূর্ব দিকে এবং সীমান্ত পিলার-৪৭/১ শূন্য লাইন থেকে আনুমানিক ৩ কি.মি. পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে লম্বাঘোনা নামক স্থান হতে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২ কাট/২০,০০০ (বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করে।
উল্লেখ্য,উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
আরো খবর
নাইক্ষ্যংছড়িতে বিজিবির জব্দকৃত গরু নিলামে বিক্রি : ভ্যাট সহ ৪২ লক্ষ ত্রিশ হাজার টাকা
ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিক-মালিকসহ সর্বশ্রেণির মানুষের অধিকার নিশ্চিত হবে
কক্সবাজারের আরো খবর পেতে সংযুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।