নুরুল আলম সাঈদ,নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চুল্লা পাড়ায় পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করার অভিযোগে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

১৭ জুলাই সোমবার দুপুর সাড়ে ১২ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এই আদেশ দেন।

দণ্ডাপ্রাপ্ত ব্যক্তি হলো সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃত আবদুল জলিলের পুত্র মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০)

উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার এসআই সৌরভ, এএসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, যারা পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো খবর

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির পৃথক অভিযানে ইয়াবাসহ দুই গাড়ি সুপারি জব্দ : আটক -১

টেকনাফে ফাঁকা গুলি বর্ষণ করে এক ব্যক্তিকে অপহরণ,গ্রেপ্তার-৩

খাটের নিচে মিলল ৫ কেজি গাঁজা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com  এর সাথে।