সংবাদ বিজ্ঞপ্তি:
প্রত্যাশার আলো বিজনেস ফোরাম এর নবগঠিত কার্যকরী কমিটি একটি ব্যবসায়িক ও সমবায় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেন।সংগঠনের কার্যক্রম পরিচালনা করার জন্য গত ১৫/৭/২০২৩ ইংরেজী কার্যকরী কমিটি অনুমোদন করা হয়। উক্ত বিজনেস ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দক্ষ ও সৎ মেধাবী সংগঠক মোহাম্মদ কলিম উল্লাহ কলি, সাধারণ সম্পাদক শাকিবুল করিম মিশুক, অর্থ সম্পাদক অর্ক মোহাম্মদ ওমর ফারুক।

এছাড়াও সংগঠনের অর্থনৈতিক কার্যক্রমমপরিচালনা করার জন্য ব্যাংক ওপেনার ৩ জন + হিসাব নিরীক্ষন টিম গঠিত হয়। উক্ত টিমের সদস্যরা হলেন :ইয়াছিন ফরহাদ ইনসান,আনোয়ার হোসাইন,মোহাম্মদ আলমগীর

অনুলিপি: সর্বসম্মতিক্রমে

উক্ত সংগঠন গঠন করার লক্ষ উদ্দেশ্য হল সুদবিহীন অর্থ ব্যবস্থায় বন্ধু বান্ধব নিয়ে অর্থনৈতিক উন্নতির দিকে সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়া।

কালারমারছড়া উচ্চ বিদ্যালয় ২০১০ সালের ব্যাচ এর বন্ধু ও বান্ধবীদের নিয়ে এই অর্থনৈতিক সংগঠন গঠন করা হয়।

বর্তমান কার্যকরী কমিটি, সংগঠনের সকল সদস্যদের সহযোগিতার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। সকল বন্ধুদের মতামতের ভিত্তিতে প্রত্যাশার আলো বিজনেস ফোরাম ২০১০ এর কার্যকরী কমিটি ও সংগঠন পরিচালনা করার জন্য নীতিমালা অনুমোদন হয়।