সংবাদ বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার দ্বি বার্ষিক কমিটি নবায়ন সভা (২০২৩- ২৪ সেশন) সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯ জুলাই) সকালে কক্সবাজার বদরমোকাম চেমন শমসের হিফয মাদরাসায় মাওলানা হাফেজ দেলোয়ার হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা হাফেজ আব্দুর রশিদ।

প্রধান বক্তা ছিলেন বিভাগীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জামাল উদ্দিন তাওহীদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ এরশাদুল্লাহ তালুকদার প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।

২১ বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটিতে মাওলানা হাফেজ ক্বারী সোলাইমান কাছেমী সভাপতি, মাওলানা হাফেজ জামাল উদ্দিন তাওহীদ সিনিয়র সহ সভাপতি, মাওলানা হাফেজ মাহমুদুল হাসান সাধারণ সম্পাদক ও মাওলানা হাফেজ সোহাইল মাহফুজকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

সভায় হাফেজে কুরআনদের কল্যাণে আগামী বছরগুলোতে আরো গুরুত্ব সহকারে কাজ করতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।