বার্তা পরিবেশক
কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন নাপ্পাঞ্জা পাড়া জামে মসজিদের মুসল্লীদের অযু করার পুকুর ভরাট করে জবর দখলপূর্বক দোকান পাট নির্মাণের অভিযোগ উঠেছে।
জাফর আলম গং ও জাফর আলমের পুত্র সাউদ জাফরের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন নাপ্পাঞ্জা পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শওকত ওসমান ও সেক্রেটারি শাহনেওয়াজ চৌধুরী।
তারা বলেন, মৌখিক দানপত্র (মুসলিম আইন অনুযায়ী) মূলে যুগের পর যুগ মসজিদের মুসল্লীরা পুকুরটি ব্যবহার করে আসছে। কিছুদিন পূর্বে মসজিদের ব্যবহারকৃত পুকুরটি জাফর আলম গংদের ক্রয়কৃত জমি বলে দাবি করলে তাদের সৃজনকৃত ভূয়া খতিয়ানের বিরুদ্ধে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও সেক্রেটারি বাদী হয়ে মজজিদের পক্ষে গত ৪ জুন কক্সবাজার যুগ্ম জেলা জজ ১ম আদালতে অপর মামলা ৫০/২৩ দায়ের করেন। যা বর্তমানে চলমান। মামলা দায়েরের খবর জানতে পেরে জাফর আলম গং ও জাফর আলমের পুত্র সাউদ জাফর মসজিদ কমিটির উপর ক্ষিপ্ত হয়ে যায়।
সাউথ জাফর এর ভাড়াটিয়া সন্ত্রাসী পৌরসভার ৬ নং ওয়ার্ডের গরুর হালদার জাকারিয়া ও ইকবাল হোসেন ছোটনকে দিয়া মসজিদের পক্ষে দায়ের কৃত মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসতেছে। সর্বশেষ জাকারিয়া ও ইকবাল হোসেন ছোটনের নেতৃত্বে সাউদ জাফরসহ আরও সাঙ্গ পাঙ্গ নিয়ে গত ১৬ জুলাই বিরোধীয় জমির সামনে রাস্তার ওপর বাদীদের সহ মসজিদ কমিটির অন্যান্য সদস্যদের গালিগালাজ করে শাসিয়ে যান। দ্রুত মামলা প্রত্যাহার করে নিতে হুমকি প্রদান করেন। ইতোমধ্যে মসজিদ কমিটির পক্ষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সাধারন ডায়েরি লিপিবদ্ধ করা হয়।অনতিবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন মসজিদ কমিটি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।