আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরের মাছ শিকার করতে গিয়ে মো. হেলাল উদ্দিন (২৫) নামেন এক জেলে নিখোঁজ হয়েছে বলে জানা গেছে।
নিখোঁজ জেলে-টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড মিয়ার পাড়া এলাকার নুরুল আলমের ছেলে।
বুধবার (১৯ জুলাই) ভোরে টেকনাফ বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে সাগরে মাছ শিকার করতে গেলে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ জেলের পিতা নুরুল আলম।
নিখোঁজ জেলে মো. হেলাল উদ্দিনের পিতা নুরুল আলম বলেন,ভোরে আমার ছেলেসহ আরো ৪-৫ জন জেলে ইঞ্জিন চালিত মাছ ধরার নৌকায় করে জাহাজপুড়া ঘাট দিয়ে সাগরে মাছ শিকারে যায়। যাওয়ার আধা ঘণ্টা পরে সেই নৌকা থেকে পড়ে যায় বলে তার সাথে থাকা অন্যান্য জেলেরা জানায়।এরপর থেকে আমার ছেলের খোঁজ পাচ্ছিনা। এখনও পর্যন্ত আমার ছেলের কোন হদিস পাওয়া যায়নি।
আরো খবর
টেকনাফে র্যাবের অভিযানে সাড়ে ৫ হাজার ইয়াবাসহ আটক-১ নারী
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।