সংবাদ বিজ্ঞপ্তি:
সাংবাদিক সংসদ কক্সবাজার এর নব—গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ঝাঁকজমকপূর্ণভাবে অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন করাসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।
সাংবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সাংবাদিক সংসদ কক্সবাজার হচ্ছে মাঠ পর্যায়ের তরুণ সাংবাদিকদের প্রাণের সংগঠন। এই সংগঠন দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের অধিকার আদায় ও পেশাদারিত্বের উন্নয়নে কাজ করে আসছে।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাংবাদিক সংসদের সিনিয়র সহ—সভাপতি মোঃ রেজাউল করিম, সহ—সভাপতি এসএম ছৈয়দ উল্লাহ আজাদ, মোঃ সেলিম উদ্দিন, আমান উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ—সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস্, সহ—অর্থ সম্পাদক এমএ সাত্তার, দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ, সহ—মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন নেহা, নির্বাহী সদস্য আবুল কাশেম, জাহাঙ্গীর আলম, সদস্য মোঃ সাইদুজ্জামান সাঈদ, আব্দুল্লাহ বিন সায়েম, আশরাফ বিন ইউসুফ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।