নুরুল আলম সাঈদ,নাইক্ষ‍্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিজিবি অভিযান চালিয়ে বৃহস্পতিবার ২০ জুলাই বিকাল ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১বিজিবি এর আওতাধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে লেম্বুছড়ি বিওপি থেকে ২ কি.মি. দক্ষিণ-পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার-৪৯ এর শুন্য লাইন থেকে পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে কালাচানের পাহাড় নামক স্থান থেকে মালিক বিহীন ১,৪৬২ কেজি বার্মিজ সুপারি জব্দ করে।

জব্দকৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য ব্যাটালিয়ন সদরে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি ১১বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ ভাবে পার্শ্ববর্তী মিয়ানমার থেকে আনা গরু,সুপারি,ইয়াবার বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে সম্প্রতি বিপুল অবৈধ গরু, সুপারি,ইয়াবাসহ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।

আরো খবর

নাইক্ষ্যংছড়িতে জেলা প্রশাসক তিবরীজি:পাহাড়কে আলোকিত করতে প্রথম দরকার মান সম্পন্ন শিক্ষা ব‍্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৪ বিষয়ে অন-ক্যাম্পাস অনার্স চালু

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।