আব্দুস সালাম,টেকনাফ:

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩৮৮ ক্যান বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান (বিএন) গণম্যাধমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,শুক্রবার (২১ জুলাই) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে, টেকনাফ থানাধীন নাফনদী সংলগ্ন বরইতলী এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে নাফনদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহজনক কিছু ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। সন্দেহজনক ব্যক্তিদের কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়া হয়।

এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা নাফনদী সংলগ্ন প্যারাবনে তল্লাশি চালিয়ে ৮টি বস্তা উদ্ধার করে এবং বস্তাগুলো থেকে ৩৮৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ৭৬ বোতল বিদেশি মদ জব্দ করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বিয়ার এবং বিদেশি মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে ১৪৬২ কেজি বিদেশি সুপারি জব্দ

নাইক্ষ্যংছড়িতে জেলা প্রশাসক তিবরীজি:পাহাড়কে আলোকিত করতে প্রথম দরকার মান সম্পন্ন শিক্ষা ব‍্যবস্থা

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।