মমতাজ উদ্দিন আহমদ, আলীকদম:
আলীকদম সেনা জোনের চেকপোস্টে শুক্রবার (২১ জুলাই) রাতে ১৭০ পিস ইয়াবাসহ দুইজন আটক হয়েছে।

ইয়াবাসহ আটক ব্যক্তিরা শুক্রবার রাতে আলীকদমের নয়াপাড়া ইউনিয়নের বাবু পড়া এলাকা হতে লামা যাওয়ার উদ্দেশ্য একটি ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ৩১ বীর জোন এফএস গোয়েন্দা সূত্রে বিষয়টি জানতে পেয়ে নজরদারি করেন।

এরপর সেনা জোন ক্যান্টিন চেকপোষ্টে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো: মোঃ রাসেল হোসেন রাকিব ও মোঃ শহিদ উদ্দিন। তাদের বাড়ি লামার মধুঝিরি এলাকায়।

আটককৃতদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ধৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই এনজিও কর্মী অপহরণের শিকার, পুলিশের অভিযানে উদ্ধার

যারা বিদেশ গেছেন তারা এখন এসে আনোয়ারা চিনতে পারবে না : ভূমিমন্ত্রী

যারা বিদেশ গেছেন তারা এখন এসে আনোয়ারা চিনতে পারবে না : ভূমিমন্ত্রী

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।