চকরিয়া প্রতিনিধি :

অতীতের ন্যায় চলতি বছরেও দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কক্সবাজারের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে আন্ত:হোস্টেল ফুটবল টুর্ণামেন্ট’২০২৩। বিদ্যালয়ের হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পড়া-লেখার মানোন্নয়নের পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীকে উদ্বুদ্ধ রাখতে এই বছরও বিদ্যালয় কর্তৃপক্ষ অভ্যন্তরীণ ভাবে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন।

শনিবার (২২জুলাই) বিকাল ৪টায় কোরক বিদ্যাপীঠের মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে।

জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ) সভাপতি, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

চকরিয়া কোরক বিদ্যাপীঠ আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখেরের সভাপতিত্বে ও মাস্টার শাহ আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব সাংবাদিক এম.মনছুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবচার, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শওকত হোসেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ও টুর্নামেন্ট কমিটির সদস্য নুরুল মোক্তাদির লিটন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া কোরক বিদ্যাপীঠের হোস্টেল সুপার মাস্টার শফিউল আলম প্রমুখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খেলায় উপস্তিত

উল্লেখ্য, জাতীয় ফুটবল লীগ পদ্ধতির ন্যায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের আন্ত:হোস্টেল ফুটবল টুর্নামেন্টে শিক্ষার্থীদের ছয়টি দলে ভাগ করা হয়। দলগুলো হচ্ছে, বাকঁখালী, মাতামুহুরী, যমুনা, সুরমা, কর্ণফুলী ও পদ্মা দল। আয়োজিত টুর্নামেন্টে খেলায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছে হোস্টেলের অফিস সহকারী শহীদুল ইসলাম ও খেলার রেফারির দায়িত্ব পালন করেন জেলা রেফারি এসোসিয়েশনের সদস্য আবু নোমান। উদ্বোধনী খেলায় মুখোমুখি হন মাতামুহুরী দল বনাম বাঁকখালী দল। উদ্বোধনী খেলায় বাঁকখালী দল ১-০ গোলে মাতামুহুরী দলকে হারিয়ে বিজয়ী হন।

আরো খবর

কক্সবাজারে প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে অংশ নিচ্ছে ১৪ স্কুল

সাবেক সাংসদ ও টেকনাফ পৌর আওয়ামীলীগ সভাপতি বদির সাথে উপজেলা দূরপাল্লা বাস ব্যবস্থাপক সমবায় সমিতির সৌজন্য সাক্ষাৎ

ঝিলংজায় রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান টিপু সোলতান

কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।