সোয়েব সাঈদ, রামু:
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুশ ইউনিয়নের টাইমবাজার এলাকার ক্যান্সার আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী মায়মুনা আকতারের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে দেশের প্রথম জেলাভিত্তিক ব্যাচ সংগঠন এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার শাখা। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে মায়মুনা আকতারের পরিবারকে অর্থ সহায়তা হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সফল সভাপতি শওকত ওসমান ফারুক, যাকাত ফান্ডের আহ্বায়ক জকির আলম জহিরসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম ভুট্টো জানিয়েছেন- এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলার অন্যতম উদ্যোগ ‘যাকাত, দান ও সাদকা ফান্ড’ এর তহবিল থেকে গত ১৯ মে কক্সবাজার, টেকনাফ ও রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ডেউটিন-সিলিং ফ্যান, হতদরিদ্র ও অসুস্থদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
ওইসময় রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা, দারিয়ারদিঘী এলাকার দারুল জান্নাত মহিলা মাদ্রাসায় ডেউটিন, রাবেতা মারকাযুল হুদা আল ইসলামী এতিমখানায় সিলিং ফ্যান প্রদান করা হয়। এছাড়া কক্সবাজার, টেকনাফ ও রামু উপজেলায় এসএসসি ৯৯ ব্যাচের মৃত্যুবরণকারী, অসহায় এবং অসুস্থ ৪জন বন্ধুর পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ও কক্সবাজার ঘোনারপাড়া এলাকায় জটিল রোগে আক্রান্ত এক ব্যক্তিকে অর্থ সহায়তা দেয়া হয়।
এসএসসি’৯৯ ব্যাচ কক্সবাজার জেলা শাখার সভাপতি হাসান মাহমুদ চৌধুরী জানান- প্রতি বছরের ন্যায় এবারও (২০২৩ সালে) সংগৃহীত যাকাত,দান ও সাদকা ফান্ড থেকে এসব সামগ্রী ও অর্থ বিতরণ করা হয়েছে। বন্ধুদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি এসএসসি ৯৯ ব্যাচ প্রতিবছর দেশ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করে আসছে।
“বন্ধুত্বের সুঁতোয় বাঁধিব সাম্য” এ প্রতিপাদ্যে ৯৯ ব্যাচ’ কক্সবাজার শাখার উদ্যোগে প্রতিবছর সদস্যদের পারিবারিক মিলনমেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইফতার মাহফিল আয়োজন করা হয়। চলতি বছর সংগঠনটি বৃহৎ পরিসরে সফলভাবে ২ যুগ পূর্তি উৎসব আয়োজন করে।
আরো খবর
দীর্ঘ প্রতীক্ষার পর, শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে কুতুবদিয়ার জেলেরা
মানুষের কথা বলেই যাবে ‘কক্সবাজার বার্তা’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার আমন্ত্রণে থাইল্যান্ড যাচ্ছেন রামুর স্বাস্থ্য কর্মকর্তা ডা. নোবেল বড়ুয়া
কক্সবাজারের আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।