দেলওয়ার হোসাইন, পেকুয়া:

পেকুয়ার রাজাখালী বহুমুখী বেশারাতুল উলুম ইসলামীয়া ফাজিল (স্নাতক) মাদ্রাসার ফাযিল প্রথম ও দ্বিতীয় বর্ষের দোয়া মাহফিল এবং তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে মাদ্রাসা মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল উদ্দিন ফারুকী।

এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন ফাসিয়াখালী ইসলামীয়া কামিল (মাস্টার্স)মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আক্কাস, মগনামা শাহ্ রশিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর ।

এ সময় সহকারী অধ্যাপক(আরবি) মাওলানা শফিকুর রহমান, প্রভাষক মাওলানা নুরুজ্জামান মঞ্জু, সহকারী অধ্যাপক (পদার্থ বিজ্ঞান) দেলোয়ার হোছাইন , সহকারী অধ্যাপক (জীব বিজ্ঞান) এ জেড এম ওবাইদুল্লাহ খান ,প্রভাষক (গণিত) আব্দু রাজ্জাক ,মোহাম্মদ হোছাইন, আক্তার হোছাইন, মুহাম্মদ ইউছুপ, শাহাব উদ্দিন, মোজাহিদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পড়ালেখায় আরো মনোযোগী হয়ে মাদ্রাসার মান ধরে রাখার আহ্বান জানান।