সংবাদ বিজ্ঞপ্তি
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার হিফয সমাপনী ও সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকালে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত সালাম।
কো-অর্ডিনেটর আবু সায়েম মুহাম্মদ ফোরকানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল হাফেয মাওলানা রিয়াদ হায়দার।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের সহকারী অধ্যাপক ড. নুরুল্লাহ আল মাদানী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল মান্নান, তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদ্রাসা কক্সবাজার শাখার প্রিন্সিপাল ক্বারী ইয়াহিয়া মানিক, সুফিয়া জামে মসজিদের পেশ ইমাম হাফেয মাওলানা সাইফুল ইসলাম, বায়তুস সালাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নূরুল হাকিম।
উপস্থিত ছিলেন, মাদরাসার সহকারী কো-অর্ডিনেটর নিজাম উদ্দিন, আমিনুল হিফয হাফেজ আব্দুল হালীম, নাজেমে তালিমাত শামশুদ্দীন।
এছাড়া শিক্ষক, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমাসে দুইজন ছাত্র হিফয সম্পন্ন করেন এবং ৪৪ জন ছাত্র বিভিন্ন গ্রুপে সবক গ্রহন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।