সংবাদদাতা:
কক্সবাজার পর্যটন শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টের অত্যাধুনিক ওয়াশিং প্রতিষ্ঠান ‘সুগন্ধা ড্রাই ওয়াশ’ (অটোলন্ড্রি)তে ৪ পদে ১২ জন লোক নিয়োগ করা হবে।
০১. মার্কেটিং অফিসার, ২ জন পুরুষ। মাস্টার্স/স্নাতক পাশ। কম্পিউটার চালনা ও ডিজিটাল মার্কেটিংয়ে অভিজ্ঞ। মটর সাইকেল চালনায় পারদর্শী থাকা লাগবে।
০২. ব্র্যাঞ্চ ইনচার্জ/অফিসার, ৪ জন পুরুষ ও মহিলা। স্নাতক পাশ। যে কোন শো-রুম বা এনজিওতে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
০৩. আয়রণম্যান, ৪ জন পুরুষ। এইচএসসি/এসএসসি পাশ। অভিজ্ঞদের জন্য শিথিলযোগ্য।
০৪. ডেলিভারীম্যান, ২ জন পুরুষ। এইচএসসি/এসএসসি পাশ। মটর সাইকেল ও টমটম চালনায় পারদর্শী।
উপরোক্ত পদসমুহে আকর্ষনীয় বেতনে জরুরী ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও বায়োডাটাসহ আগামী ১০/০৮/২০২৩ইং তারিখের মধ্যে সরাসরি, ই-মেইল বা হোয়াটসঅ্যাপে জমা বা নিম্নোক্ত ঠিকানায় পাঠানোর অনুরোধ করা যাচ্ছে।
যোগাযোগ: ০১৫৫৮ ৩১৭ ৩১৬, ০১৫৫০০৬৩১৯০
e-mail :sugandhadry1@gmail.com, whatsapp : ০১৮১৩১৯১৩০৪.