সোয়েব সাঈদ, রামু:
রামু উপজেলা পিকআপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নর নির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার(২৮ জুলাই) রামু বাইপাসস্থ সিটি পার্ক কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় সংগঠন কার্যালয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পিকআপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন পরিচালনা কমিটি-২০২৩ এর সভাপতি রিয়াজ উল আলম।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ট্টো, রামু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলী হোসেন কোম্পানি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কৃষ্ণ কান্তি দাশ ও মোহাম্মদ সাহাব উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রিয়াজ উল আলম নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। এতে শপথবাক্য পাঠ করেন- রামু উপজেলা পিকআপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড এর নব নির্বাচিত সভাপতি মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূট্টো, সহ সভাপতি মো. রফিক, কোষাধ্যক্ষ আবু তাহের, কার্যকরী সদস্য ফয়েজ আহমদ, কলিম উল্লাহ, ফরিদুল আলম, আব্দু রাজ্জাক, সালাহ উদ্দিন খোকন, ওসমান গনি, পংকজ বড়ুয়া ও শাহাব উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- রামু উপজেলা পিকআপ মিনিট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির নব নির্বাচিত কমিটিকে সমিতির ৫০০ জন সদস্যের কল্যাণে কাজ করতে হবে। পিকআপ মিনি ট্রাক চালকদের দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে। এজন্য চালক শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
উল্লেখ্য গত ১৪ জুলাই রামু উপজেলা পিকআপ মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতি লিমিটেড নির্বাচন কমিটি-২০২৩ অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।