নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের তরুণ উদ্যোক্তাদের সমন্বিত প্রচেষ্টা কক্সডিজিটাল টুয়েন্টিফাইভ স্টার গ্রুপের ৫ম বার্ষিক সাধারণ সভা ও ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে রামু মানারাতুল উম্মাহ মডেল মাদরাসা অডিটরিয়ামে প্রথম অধিবেশনে ৫ম বার্ষিক সাধারণ সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান মাওলানা বশির উদ্দিন। এতে বার্ষিক কর্ম পরিকল্প, সংগঠনের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
বিকালে অনুষ্ঠিত হয় দ্বিতীয় অধিবেশন। এতে প্রধান অতিথি ছিলেন ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো। তিনি তরুণ উদ্যোক্তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে সমাজ ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, রামু উপজেলা পরিষদ জামে মসজিদের খতীব মাওলানা নুরুল হাকিম ও বাইপাস হক ম্যানশনের সত্বাধিকারী আকবর আহমদ।
এ সময় কক্সডিজিটাল টুয়েন্টিফাইভ স্টার গ্রুপের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এরপর ত্রিবার্ষিক নির্বাচনে অংশগ্রহণ করেন সদস্যরা। তাদের প্রত্যক্ষ ভোটে মাওলানা বশির উদ্দিন চেয়ারম্যান, হেলাল উদ্দিন নেওয়াজ ম্যানেজিং ডিরেক্টর ও মুহাম্মদ আকতার হোছাইন ফিন্যান্স ডিরেক্টর নির্বাচিত হয়েছেন।
পরে নবনির্বাচিতরা মতামতের ভিত্তিতে বিভিন্ন পদে ৯ জনকে মনোনীত করেন।
তারা হলেন, ভাইসচেয়ারম্যান মাওলানা ওমর ফারুখ, এসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর আবু জিয়া মুহাম্মদ রেফাজ, অর্গানাইজিং ডিরেক্টর ডাঃ শামীমুল আরশাদ, এসিস্ট্যান্ট ফিন্যান্স ডিরেক্টর সানা উল্লাহ, এনাউন্সমেন্ট ডিরেক্টর জয়নাল আবেদীন, সোস্যাল ওয়েলফেয়ার ডিরেক্টর মোঃ ইউনুছ, ফরেন অ্যাফেয়ার্স ডিরেক্টর শাহাব উদ্দিন শাহীন, এক্সিকিউটিভ ডিরেক্টর হেলাল উদ্দিন (মাঝু) ও নাছির উদ্দীন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ইমাম খাইর।
সহকারী নির্বাচন কমিশনার ছিলেন, মাওলানা নুরুল হাকিম ও আকবর আহমদ।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচন করায় কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সডিজিটাল টুয়েন্টিফাইভ স্টার গ্রুপের চেয়ারম্যান মাওলানা বশির উদ্দিন। তিনি সংগঠনের উন্নয়নে সদস্যদের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কক্সডিজিটাল টুয়েন্টিফাইভ স্টার গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৩ সদস্যের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ২৪ জন। প্রকাশ্যে ব্যালটের মাধ্যমে সুচিন্তিত মতামত সঠিকভাবে প্রতিফলিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার ইমাম খাইর।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।