নিজস্ব প্রতিবেদক
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) কার্যকরী পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ জুলাই) সকালে শহরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে টুয়াকের সভাপতি আনোয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন বিষয়ে নেতৃবৃন্দ আলোচনা করেন।
সাধারণ সম্পাদক এ.কে এম মুনিবুর রহমান টিটুর সঞ্চালনায় পূর্ব নির্ধারিত এজেন্ডা অনুযায়ী আলোচনা সাপেক্ষে সকলের সম্মতিক্রমে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।
সবার শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন সদস্য জিল্লুর রহমান চৌধুরী।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে লাঞ্চ অনুষ্ঠানের মাধ্যমে টুয়াকের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।