প্রেস বিজ্ঞপ্তি:
ইসলামী ছাত্রমাজের সাবেক নেতা মাওলানা জুনাইদ বিন জালাল ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালালের পিতা, চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর কাজিরহাট মাদ্রাসার সদরে মুহতামিম, নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা আল্লামা শাহ জালাল আহমদ রহ. ২৯ জুলাই (শনিবার) বিকাল ৫ টায় ইন্তেকাল করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক জীবনে তিনি পাঁচ ছেলে ও চার মেয়ের জনক। বর্ষীয়ান এ আলেমেদ্বীনের ইন্তেকালে এলাকাসহ দ্বীনি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

জেলা নেজামে ইসলাম পার্টি ও ইসলামী ছাত্রসমাজের শোক:
ইসলামী ছাত্রমাজের সাবেক নেতা মাওলানা জুনাইদ বিন জালাল ও নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজকল্যাণ সচিব মাওলানা এরশাদ বিন জালালের পিতা, চট্টগ্রাম ভূজপুর কাজিরহাট মাদ্রাসার সদরে মুহতামিম, নেজামে ইসলাম পার্টির উপদেষ্টা আল্লামা শাহ জালাল আহমদ রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী, নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালী, মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব, মাওলানা মুফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা ইব্রাহিম আজিজী, মাওলানা হাফেজ আব্দুর রহিম রাহী, মাওলানা মুফতি এমদাদুল্লাহ হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম-সম্পাদক হাফেজ আমানুল হক আমান, মাওলানা ফরিদুল হক, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সাইফী, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলী, সাধারণ সম্পাদক মুহাম্মদ দিদারুল আলম প্রমুখ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, আল্লামা শাহ জালাল আহমদ রহ. ছিলেন সুন্নাতে নবভীর প্রতি যত্নবান, আকাবিরে দেওবন্দের স্বার্থক উত্তরসূরি একজন প্রচারবিমুখ বুযুর্গ ব্যক্তিত্ব। ইসলামী শিক্ষা বিস্তার ও আলোকিত সমাজ বিনির্মাণে তিনি যে অবদান রেখে গিয়েছেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। প্রবীণ এ আলেমেদ্বীনের ইন্তেকালে আমরা একজন দরদী অভিভাবককে হারালাম। আমরা আল্লাহ তা’আলার দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।