ইমাম খাইর, সিবিএনঃ
পর্যটক সেবার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর নির্বাচন আগামী ১৬ সেপ্টেম্বর।

সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পর্যটন শহরের মোটেল লাবনীস্থ টুয়াক কার্যালয় প্রাঙ্গণে একটানা ভোট গ্রহণ হবে।

কার্যকরী পরিষদের দশম বার্ষিক এই নির্বাচন উপলক্ষে ৫ আগস্ট তফসিল ঘোষণা করা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার ও কক্সবাজার সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবুল মনসুর স্বাক্ষরিত নির্বাচনী তফসিল মতে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৮ আগস্ট, মনোনয়ন ফরম বিতরণ ২৯ ও ৩০ আগস্ট, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ৩১ আগস্ট, মনোনয়নপত্র বাছাই ১ সেপ্টেম্বর, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ৬ সেপ্টেম্বর। সর্বশেষ ১৬ সেপ্টেম্বর গঠনতান্ত্রিক পন্থায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

টুয়াকের দপ্তর সম্পাদক ফারুক আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, ২৩ আগস্ট বিকেল ৫টার মধ্যে সদস্যদের সমস্ত বকেয়া টাকা পরিশোধ করতে হবে। চূড়ান্ত তালিকাভুক্ত সদস্যরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

উল্লেখ্য, বর্তমান কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ৩১ আগষ্ট।

ওই নির্বাচনে আনোয়ার কামাল সভাপতি এবং এ.কে.এম মুনিবুর রহমান টিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এই কমিটির বিভিন্ন পদে যারা দায়িত্ব পালন করছেন তারা হলেন, হোসাইন ইসলাম বাহাদুর সিনিয়র সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), তোফাইল উদ্দিন চৌধুরী সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), ইফতেকার চৌধুরী সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মো. আল আমীন বিশ্বাস (তুষার) যুগ্ম সম্পাদক, মোহাম্মদ আরিফ সাংগঠনিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), নুরুল আলম রনি অর্থ সম্পাদক, ফারুক আজম দপ্তর সম্পাদক, আকতার নূর সহ-সাধারণ সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), তৌহিদুল ইসলাম (তোহা) পর্যটন ও পার্বত্য বিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মোঃ ইদ্রিস আলী আইসিটি, প্রশিক্ষণ ও সাংস্কৃতিক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মোঃ হানিফ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), মোহাম্মদ মুসা প্রচার ও প্রকাশনা সম্পাদক (বিনা প্রতিদ্বন্দ্বিতা), সদস্য মোঃ জামাল উদ্দিন, শাহ আলম ও সুলতানুল হক সাইফ।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সমস্ত কর্ম সম্পাদন করতে সদস্যদের প্রতি বিনীত অনুরোধ করেছেন টুয়াকের সভাপতি আনোয়ার কামাল এবং সাধারণ সম্পাদক এ.কে.এম মুনিবুর রহমান টিটু।