আব্দুস সালাম,টেকনাফ:

টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।

রবিবার (৬ অগস্ট) দুপুর ২টার দিকে হোয়াইক্যং ইউপির মিনাবাজার টেকপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার মোরা এলাকার বাসিন্দা নাজির হোসেনের মেয়ে উম্মে হাবিবা(৭)।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, কক্সবাজার থেকে আসা টেকনাফগামী পায়রা সার্ভিস নামে একটি মিনিবাসের ধাক্কায় শিশুটি পড়ে যায়। পরে সামনের চাকায় স্বেচ্ছায় চাপা দিয়ে মেরে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন তারা।

টেকনাফগামী মিনি বাস

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক সদস্য বলেন, ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং হাইওয়ে পুলিশে দায়িত্বরত এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনার স্থলে গিয়ে সুরতহাল শেষে মরদেহ থানায় নিয়ে যান এবং গাড়িটি জব্দ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে “তিনি ছুটিতে আছেন,বিষয়টি এসআই সিরাজ দেখছেন বলে জানান হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।