সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওতে অনলাইন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
দ্বি-বার্ষিক কমিটিতে ঈদগাঁও নিউজ ডট কমের প্রকাশক ও চেয়ারম্যান মোঃ রেজাউল করিমকে সভাপতি, বে-বেঙ্গল নিউজ ডট কমের সম্পাদক ও প্রকাশক ওসমান সরওয়ার ডিপো সহ-সভাপতি এবং সিবিএন বিডিডটকমের প্রতিনিধি শেফাইল উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী (সম্পাদক, সিবিএন) এবং সাধারণ সম্পাদক সরওয়ার আলম (সম্পাদক, কক্সবাজার টাইমস-সিটিএন) এ কমিটি অনুমোদন দেন।
২২ সদস্য বিশিষ্ট কমিটিতে সম্পাদকীয় পদে ১৮ জন এবং ৪ জনকে সদস্য পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের কমিটি গঠন কার্যক্রম শুরু হয়। তবে দীর্ঘদিন চলা অতিমারি কভিড পরিস্থিতি এবং অন্যান্য কারণে এতদিন কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। জাতীয়, আঞ্চলিক, জেলা ও স্থানীয় নানা নিউজ পোর্টাল ও টিভিতে কর্মরত প্রতিনিধি এবং পোর্টাল- টিভির মালিকানা ও সম্পাদকীয় সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রথমবারের মতো এ কমিটির যাত্রা শুরু হয়েছে। নবীন, প্রবীণ, প্রতিশ্রুতিশীল অনলাইন সাংবাদিক ও সংবাদকর্মীদের নিয়ে গঠিত এ ক্লাবের সদস্যরা ভবিষ্যতে পূর্ণ পেশাদারিত্বসহ সততা, বস্তুনিষ্ঠতা, ন্যায়- নীতি ও নিরপেক্ষতার সাথে দেশ ও জাতিকে নিরববিচ্ছিন্ন সংবাদ সেবা প্রদান করবেন বলে আশা করা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।