নিজস্ব প্রতিবেদক :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনার চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ ও এতিমখানায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল হক এর সভাপতিত্বে, মাদ্রাসা মিলনায়তনে পঞ্চম শ্রেণির ছাত্র কায়েমুল হক এর কোরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-মাদ্রাসা ব্যাবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক, কবি আলহাজ্ব আবুল হোসাইন। মাষ্টার ছৈয়দ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ জুনায়েদ, মাওলানা মোহাম্মদ ইকবাল, মাওলানা মোহাম্মদ মাসুম, মাওলানা মোহাম্মদ মামুন, মাস্টার মোজাম্মেল হক, মাস্টার মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্নাঢ্য জীবনীর উপর আলোচনা সভা শেষে ক্কারী মাওলানা সাঈদ আলমের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আবুল হোসাইন বঙ্গবন্ধুর জীবনী নিয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠানে প্রচুর অভিবাবক, এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।