সংবাদ বিজ্ঞপ্তি
ট্যুর অপারেটরস্ এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অদ্য বিকালে মিশুক কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।
টুয়াক সভাপতি আনোয়ার কামাল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ, কে,এম মুনিবুর রহমান টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এড.ছৈয়দ রেজাউর রহমান রেজা।
জাতীয় শোক সভায় বক্তব্য রাখেন, টুয়াক ফাউন্ডাস চেয়ারম্যান এম এ হাসিব বাদল, কার্যকরি পরিষদের উপদেষ্টা কামরুল ইসলাম, টুয়াক কার্যকরি পরিষদের উপদেষ্টা ও বীচ ম্যানেজম্যান্ট কমিটির সদস্য এস,এম কিবরিয়া খান, সহ-সভাপতি ইফতিকার আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আসাফ উদ দৌল্লা আশেক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এ কাজল,সদস্য হেলাল উদ্দিন সাগর। উক্ত দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন সৈকত পাড়া জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মাওলানা রিদুয়ানুল কবির।
আলোচনা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন টুয়াক কার্যকরি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ, সহ সাধারণ সম্পাদক আকতার নুর, অর্থ সম্পাদক নুরুল আলম রনি, আইসিটি ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক ফারুক আজম, নির্বাহী সদস্য মোঃ শাহ আলম,
সদস্য কামাল হোসেন খোকন, মোঃ ফাহাদ, হাবিব, জনি ভূইয়া, মিজানুর রহমান, মোঃ ইউসুফ, জিল্লুর রহমান, শহিদুল্লা নাঈম, ইকবাল হোসেন খোকা, পারভেজ সিকদার, সাইফুল ইসলাম, সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।