সংবাদ বিজ্ঞপ্তি:
পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় জাপানের কিয়োটা বিশ্ববিদ্যালয়ে বিশেষ সম্মানিত (ডিস্টিংগুইশড) অতিথি অধ্যাপক পদে মনোনীত হয়েছেন প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিন। তিনি তিন মাস ওই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদান করবেন।
ড. রাহমান নাসির উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক এবং দেশের স্বনামধন্য একজন নৃবিজ্ঞানী। তিনি আজ রোববার দুপুরে ঢাকার হযরত শাহ জালাল বিমান বন্দর হতে জাপানের উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন।
কিয়োটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ১৮৯৭ সালের ১৮ই জুন। এ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক নোবেল পুরস্কার লাভ করেছেন। ৩৩৩ একর জমিতে গড়ে তোলা এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার।
তিনি কক্সবাজার পৌর এলাকার মধ্যম বাহারছড়া গ্রামের প্রয়াত অছিউর রহমান (মিস্ত্রি) এর কনিষ্ঠ পুত্র।