প্রেস বিজ্ঞপ্তি :
২০০৪ সালের ২১শে অগাস্ট ঢাকায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় প্রাণ হারানো আওয়ামী লীগ নেতৃবৃন্দের স্মরণে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে ২১ শে আগস্ট রোজ সোমবার বিকেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কর এর উপস্থাপনায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ সিআইপি, সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা মোস্তাক,সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল,কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা এটি এম জিয়া উদ্দিন চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউর রহমান রেজা, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী, দপ্তর সম্পাদক সাহেদ আলী প্রমুখ।
এসময় বক্তারা বলেন,২১ আগস্টের গ্রেনেড হামলায় জড়িত ছিলো বিএনপি। এদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তাই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশিদ দুলাল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজমুল হোসাইন নাজিম, সহ-সভাপতি সেলিম নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এরশাদ সিকদার, কোষাধ্যক্ষ কাসেম আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এডভোকেট রিদুয়ান আলী,
১নং সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওসমান গনি টুলু, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু আহমদ, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি জাফর আলম সাধারণ সম্পাদক সেলিম ওয়াজেদ, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি জহিরুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক মেজবা উদ্দিন কবির, ১১নং ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন,
পৌর আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, সহ- দপ্তর সম্পাদক সোহেল রানা, পৌর আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন, ফরহাদ রেজা, এডভোকেট ছোটন কান্তি শীল, সাগর পাল, আজিজ উদ্দিন,সাবেক ছাত্রনেতা প্রকৌশলী অন্তিক চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।