নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার পানির ঝিরি থেকে ছৈয়দ আলম নামের ১ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে রামু উপজেলার ফাতেখাঁরকূল ইউনিয়নের প্রবাসী ছুরুত আলমের ছেলে।
রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয় লোকজন মৃতদেহ নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পাড়া এলাকার পানির ঝিরিতে ভেসে থাকতে দেখতে পেয়ে সোনাইছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জকে অবগত করে।
পরে ফাঁড়ির পুলিশ ও স্হানীয়দের সহায়তায় মৃত ব্যক্তির দেহটি উদ্ধার করে ইউপি চেয়্যারম্যান, ইউপি সদস্য এবং স্থানীয়
জনসাধারণের মাধ্যমে মৃত ব্যক্তি পরিচয় সনাক্ত করার চেষ্টা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) টান্টু সাহা। তিনি জানান, সোনাইছড়ির ঝিরি থেকে ছৈয়দ আলমের লাশ উদ্ধারের পর পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।