সংবাদ বিজ্ঞপ্তি:
দৈনিক আমার সংবাদ ও বাংলাদেশ টুডের কক্সবাজার প্রতিনিধি সফিউল আলম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সিনিয়র সহসভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, যুগ্ম সম্পাদক আবছার কবির আকাশ,সহ সম্পাদক মো:আমিন উল্লাহ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শামশুল আলম শ্রাবণ, আইসিটি সম্পাদক কামরুল হাসান মামুন।
নেতৃবৃন্দ বলেন, সফিউল আলম সদালাপি সংবাদকর্মী ছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
সফিউল আলম রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে চট্টগ্রামস্থ ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
রোববার আছরের নামাজের পর পেকুয়ার মগনামা মহুরিপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সামনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।