বান্দরবান প্রতিনিধিঃ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, নিজেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনগ্রসর বলে নিজেকে ভাগ্যের উপর ছেড়ে দিলে হবেনা। কঠোর পরিশ্রম করতে হবে। টিকে থাকতে হলে প্রতিযোগগিতায় নামতে হবে।

শনিবার সকালে মেঘলাস্থ পার্বত্য জেলা পরিষদের অডিটরিয়ামে বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে মন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ ম্রো স্টুডেন্টস এসোসিয়েশন এর সভাপতি চ্যং লক ম্রো”র সভাপতিত্বে ম্রো ছাত্র সম্মেলনে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ শাহ আলম, টংকাবতী ইউপি চেয়ারম্যান – মায়ং ম্রো প্রদীপ , কাইংওয়াই ম্রো, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও লেখক সিং ইয়ং ম্রো, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান রাংলাই ম্রো, থানচি সদর ইউপি চেয়ারম্যান – অং প্রু ম্রো প্রমূখ।

মন্ত্রী আরও বলেন আগে শুধু বান্দরবানে ১টি কলেজ ছিল বর্তমানে ১৪টি কলেজ হয়েছে। রুমা -রোয়াংছড়ি -থানচি কলেজ হয়েছে জুম চাষীদের সন্তানেরা এখন ঘরের ডাল- ভাত খেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেখা পড়া করে উচ্চ শিক্ষা লাভ করার পথটা সুগম হয়েছে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে এটা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি। শিক্ষা লাভের জন্য যে কোন সহযোগীতা করবেন বলে উল্লেখ করেন তিনি।