মো: কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁও:

কক্সবাজারের রামু-ঈদগাঁও উপজেলার সীমান্ত এলাকায় র‍্যাব ১৫ অভিযানিক দল ঈদগাঁও থানা পুলিশের সহযোগিতায় যৌত অভিযান চালিয়ে চিন্তিত অস্ত্র ব্যবসায়ী মোঃ শাহিন প্রকাশ লালু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গেল শুক্রবার ০২ সেপ্টেম্বর রাতে রশিদ নগর ইউনিয়নের মামুন মিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার হয়।

জানা যায়, কক্সবাজার র‍্যাব ১৫ আভিযানিক দল গোপন সংবাদের নিক্তিতে অস্ত্র, হত্যা, মাদক মামলার দীর্ঘদিনের পালাতক আসামিকে ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবিবের নেতৃত্বে থানা পুলিশের সংগীয় ফোর্স বর্ণিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত শাহিন প্রকাশ লালু নামের যুবক ঈদগাঁও ইউনিয়নের মাছুয়া খালী এলাকার মোঃ আলী আহমেদের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি মোঃ গোলাম কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই অস্ত্র দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। সহজে হাতে পাওয়ায় তাঁর অনেক পরিচিতরা অস্ত্র কিনেছেন। সেই অস্ত্র পেয়ে অনেক অপকর্মের সদস্যরা আবারও সক্রিয় হয়ে উঠেছে।

ক্ষুদ্রান্ত্র এবং হালকা অস্ত্র চালান করার জন্য বাংলাদেশের ভূমি ক্রমশ অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। যারা চোরাচালানি বা ছিনতাই এর সঙ্গে জড়িত, তারাও এ ধরনের ক্ষুদ্রান্ত্র কিনছেন। এটা বন্ধের একমাত্র উপায় বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় করা।

ঈদগাঁও থানার অফিসার ইনর্চাজ ওসি গোলাম কবির বলেন, র‍্যাব-১৫ অভিযানিক দল গোপন সংবাদের নিক্তিতে থানা পুলিশ যৌত অভিযান চালিয়ে শাহিন কে গ্রেফতার করে হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত রাখতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

অস্ত্র ব্যবসায়ী শাহিনকে গ্রেফতার করায় থানা পুলিশদের ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরো খবর

আ. লীগের অবস্থান দেশেও নেই, বিদেশিও নেই: মাহবুবের রহমান শামীম

নৌকা সারাজীবন উজান ঠেলেই এগিয়ে গেছে: শেখ হাসিনা

নিখোঁজ জেলের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের আরো খবর পেতে ‍যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।