শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

আসুন আমরা সচেতন হই, অপরকেও সচেতন করি। নিজেরাই পরিচ্ছন্ন ইউনিয়ন গড়ে তুলি। অনেকেই নিজ বাড়ির পাশে ঝোঁপঝাড়, ড্রেন-নালা কোনো কিছুই পরিষ্কার করে না। নাগরিকদের এই অভ্যাস পরিবর্তন করার আহ্বান জানান কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ।

রবিবার (৩ই সেপ্টেম্বর) সকালে ধূরুং বাজারে দক্ষিণ ধূরুং ইউনিয়ন পরিষদের উদ্যােগে পরিচ্ছন্নকরণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্য কালে এ সব কথা বলেন তিনি।

অন্যদিকে,পরিচ্ছন্নকরণ ও মশা নিধন কর্মসূচির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা। তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া এডিস মশাবাহিত একটি রোগ। এডিস মশার জন্ম হয় জমে থাকা পানিতে। মাঠ বা ভবনে জমে থাকা পানি প্রতিদিন সরিয়ে ফেলতে হবে। বাড়ির বা অফিসের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টব নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মার্কেটসহ মানুষ থাকে এমন জায়গার আশ পাশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। আমাদের সবার সচেতনতাই ডেঙ্গু, চিকুনগুনিয়া থেকে সবাইকে পরিত্রাণ দিতে পারে।

এসময়, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার রেজাউল হাসান, দক্ষিণ ধূরুং পরিষদের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, ধূরুং বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মিজবাহুল আলম প্রমুখ। এছাড়া, পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ, ধূরুং বাজারসহ পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নকরণ ও মশা নিধন কর্মসূচির শুরু করে হবে বলে জানা গেছে।