বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের আজিজনগরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসবে চলছে। প্রতিদিন ৬-৭জন শ্রমিক দিয়ে তেলুনিয়া খাল থেকে অবাধে বালু উত্তোলন করা হলেও রহস্যজনক কারণে নিরব রয়েছে প্রশাসন।
সরেজমিন ঘুরে দেখা যায়, আজিজনগর তেলুনিয়া খালে ৬-৭ জন শ্রমিক দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে জড়িত স্থানীয় প্রভাবশালী আলতাব হোসেন মৌলভিসহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি।
স্থানীয়রা অভিযোগ করে জানান, বালু উত্তোলনের কারণে নদীর পানি প্রবাহ কমে যাওয়াসহ বিভিন্ন স্থানে রাস্তা ভাঙন সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে কৃষি জমি ও বসত ভিটাও পড়েছে হুমকির মুখে। অসাধু বালু ব্যবসায়ীরা ক্ষমতাসীন ব্যক্তি ও প্রশাসনকে ম্যানেজ করে উপজেলার বালু উত্তোলনের মহোৎসব চালিয়ে যাচ্ছে।
আর যত্রতত্র ভাবে বালু উত্তোলনের ফলে রাস্তাঘাট ও বাঁধ নষ্ট হয়ে একদিকে যেমন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে অন্যদিকে পরিবেশ নষ্ট হচ্ছে।
অভিযুক্ত আলতাব মৌলভি বলেন, এলাকার কিছু যুবক দিয়ে আমি অল্প বালু উত্তোলন করছি আসলে বালি উত্তোলনের জন্য আমি প্রশাসন থেকে কোন অনুমতি নেয়নি।
লামা উপজেলা প্রশাসন বলেন, কারা বালি উত্তোলন করছে এ ব্যাপারে আমার জানা নেই। তবে আমি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।