মো. নুরুল করিম আরমান, লামা:
আলীকদমে মাতামুহুরি নদী পথে পাচারকালে ৫০ হাজার ইয়াবাসহ দুই সহোদর ভাইকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার( ৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলার আলীকদমে এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দড়িমুখ পাড়ার বাসিন্দা তংলে কারবারির ছেলে মেনরিং (২৫) ও মেনডম (৩১)।
আটক দুই পাচারকারীকে প্রাথমিক জিঙ্গাসাবাদের পর থানায় সোপর্দ করে সেনাবাহিনী।
সূত্র জানায়, আলীকদম উপজেলার সীমান্ত দিয়ে পাশের দেশ মিয়ানমার থেকে দীর্ঘদিন ধরে একটি চক্র নেশা জাতীয় দ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এ ধারাবাহিকতায় কুরুকপাতা ইউনিয়নের পোয়ামহুরী থেকে মাতামুহুরী নদী পথে নৌকা যোগে দুই ব্যক্তি বৃহস্পতিবার সকাল ১০টার দিকে লম্বুঝিরির বুতু নামের এক ব্যক্তির কাছে ইয়াবা নিয়ে যাচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ৩১ বীর এর সার্জেন্ট সাইদুর রহমানের নেতৃত্বে একটি সি টাইপ পেট্রোল দল নদীর পোয়ামুহুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আলী নামের এক ব্যক্তির নৌকায় তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও দুই পাচারকারী সহোদরকে আটক করেন সেনাবাহিনীর সদস্যরা।
সেনাবাহিনী কর্তৃক ইয়াবা আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ খন্দরকার তবিদুর রহমান।
তিনি বলেন, ইয়াবা সহ আটক দুই পাচারকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।