নিজস্ব প্রতিবেদক:
পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স কর্মসূচি সিলেট, সুনামগাঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা এবং কক্সবাজার জেলায় নারী ও মেয়েদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে “দিশারি” এডভান্সিং দি লিডারশিপ অব উইমেন অ্যান্ড গার্লস টুয়ার্ডস বেটার হেলথ অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স নামে নতুন একটি প্রকল্পের কাজ হাতে নিয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) কক্স টুডে হোটেলে অংশীদারদের নিয়ে দিনব্যাপি একটি সমন্বয় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মো. মাহবুব—উল—আলম।
সভায় বক্তারা বলেন, “জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুর্যোগকালীন সময়ে যৌন ও প্রজননস্বাস্থ্যসহ প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া দুর্যোগকালীন সময়ে লিঙ্গবৈষম্য এবং লিঙ্গ—ভিত্তিক সহিংসতার ফলে নারীর সক্ষমতা এবং কমিউনিটির উন্নয়ন কাজে অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়। এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন জনিত সকল পরিস্থিতি মোকাবেলা এবং তা থেকে উত্তরণের লক্ষ্যে কমিউনিটিকে সহায়তা করবে। আগামী দিনগুলোতে জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ আরও বৃদ্ধি পাবে। ফলে আমরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমাদের নারী এবং কিশোরীরা আরও সংকটে পড়বে। তাই সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনায় নারীর অংশগ্রহণ, ক্ষমতায়ন, এবং তৃণমূল পর্যায়ে নারীর নেতৃত্বে কার্যক্রম বাস্তবায়ন এখন সময়ের দাবি।”
প্রকল্প ম্যানেজার আলমগীর হায়দার বলেন, “দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনায় নারীকে বিবেচনায় রাখা হলেও মাঠ পর্যায়ে এর প্রতিফলন মূল বিবেচ্য বিষয়। আমরা আশা করছি এই প্রকল্পটি সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা পলিসি এবং পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর, কুতুবদিয়া, টেকনাফ, চকরিয়া, মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণ।
আরো পড়ুন:যৌতুক দাবীর অভিযোগে স্ত্রী ও শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা
এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, কৃষি, মৎস্য, জনস্বাস্থ্য, যুব উন্নয়ন, সমাজসেবা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, পানি উন্নয়ন বোর্ড, ক্ষুদ্র ও কুটির শিল্প,প্রাণী সম্পদ ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ এবং স্থানীয় সরকার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং প্রকল্প বাস্তবায়নে তাঁদের গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ, এবং দিক নির্দেশনা প্রদান করেন। বেসরকারি সংস্থা ইপসার সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।
আরো খবর
চট্টগ্রামে হারিয়ে যাওয়া টাকা উদ্ধার
রামুতে ২টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ণ চিকিৎসক পরিষদের নতুন কমিটি গঠিত
আরো খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।