শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় প্রতিপক্ষের লোকজন জায়গা থেকে উচ্ছেদ করতে সন্ত্রাসী কায়দায় ভুক্তভোগীর বসত বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নারীসহ ৩ জনকে পিটিয়ে জখম ও লুটপাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন।
গত শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ ধূরুং আলী ফকির ডেইল এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নুরুজ্জাহান,তানিয়া আকতার,আবুল কালাম। পরে তানিয়া আকতার শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার হাসপাতালে রেফার করেন।
ভুক্তভোগী কামাল উদ্দীন বলেন, বাহার উল্লাহ নিকট হাইতে ১ গন্ডা জায়গা ক্রয় করেছেন। এ জায়গা দখল নিতে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ নুরুল আলম (৩৫) ,শাকের উল্লাহ(৫২),নুরুল ইসলাম (২৭),কলিম উদ্দীন (২৪),শফিউল আলম (২৫),আখিঁ আকতার ও শাফিয়া বেগম দখলে নিতে পায়তারা চালিয়ে যাচ্ছেন। এরই জের ধরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ জায়গা থেকে উচ্ছেদ করতে পরিকল্পিতভাবে বাড়িতে আগুন দেয়। এতে তার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন দিতে বাঁধা দিলে তাদের মারধর করে গুরুত্বর আহত করেন তাঁরা। এর আগে বাড়িতে থাকা টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
কুতুবদিয়া থানার তদন্ত (ওসি) কানন সরকার জানান, খরব পেয়ে ঘটনাস্থনে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা নেওয়া হবে বলে জানান তিনি ।