মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

আইন ও বিচার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্ট্রেংদেনিং ক্যাপাসিটি অব জুডিসিয়াল সিস্টেম ফর চাইল্ড প্রটেকশন ইন বাংলাদেশ” প্রকল্পের আওতায় “শিশু আইন-২০১৩” বিষয়ে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীদের আগামী ২২ সেপ্টেম্বর ও ২৩ সেপ্টেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার ২ দিন প্রশিক্ষণ দেওয়া হবে।

কক্সবাজার জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ (United Nations International Children Emergency Fund) এর আর্থিক ও কারিগরি সহায়তায় কক্সবাজার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন, কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ২ ও ৩ এর বিচারক (জেলা জজ) যথাক্রমে মোহাম্মদ মোসলেহ উদ্দিন, নুর এ আলম ও মোহাম্মদ আবু হান্নান এবং কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন রিসোর্স পারসন হিসাবে প্যানেল আইনজীবীদের প্রশিক্ষণ দেবেন। ২ দিন ব্যাপী গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ প্রতিদিন সকাল ১০ টায় শুরু হবে বলে লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি জানিয়েছেন।