নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের বদলীজনিত বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামানের যোগদান উপলক্ষে বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানা কম্পাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে দুই ওসিকে ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিদায়ী ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম দায়িত্বকালে যারা বিভিন্ন সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামীর পথচলায় সবার দোয়া কামনা করেন।
পর্যটন নগরীর আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা প্রত্যাশা করেন নাবাগত ওসি মোঃ রকিবুজ্জামান।
এ সময় শহর ফাঁড়ির আইসি আমজাদ হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) কাইছার হামিদ, ইন্সপেক্টর (অপারেশন) এসএম শাকিল হাসান, ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) দুর্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।