মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা (পূর্ব) এলাকার বাসিন্দা আলী আকবর (৫৬) প্রকাশ আলী আকবর পেশকার আর নেই। বুধবার ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুম আলী আকবর পেশকার কক্সবাজার জেলা জজ আদালতের আওতাধীন টেকনাফ সিনিয়র সহকারী জজ আদালতের জ্যেষ্ঠ বেঞ্চ সহকারী ছিলেন। তিনি কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছরা পূর্ব (গরুর হালদা) নিবাসী মরহুম নজীর হোসেন ও মরহুমা জহুরা খাতুনের জ্যেষ্ঠ সন্তান।

মরহুমের ছোট ভাই আইনজীবী সহকারী পারভেজ আকবর সবুজ জানান, আলী আকবর পেশকার ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর স্ট্রোক করলে তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।

আলী আকবর পেশকার মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসন্তান, অনেক আত্মীয় স্বজন রেখে যান। মরহুমের জ্যেষ্ঠ সন্তান ইমরুল কায়েস মিশুক কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের হিসাব রক্ষণ কর্মকর্তা।

বুধবার ২৭ সেপ্টেম্বর এশারের নামাজের পর কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসা মাঠে মরহুম আলী আকবর এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাসেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদের খতিব মাওলানা আবু ইউসুফ এর ইমামমতিতে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর সমাগম ঘটে। জানাজা শেষে রুমালিয়ার ছরা চৌধুরী জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মাতা-পিতার কবরের পাশে আলী আকবর পেশকারকে চিরনিদ্রায় শায়িত করা হয় বলে জানান, মরহুমের ছোট পারভেজ আকবর সবুজ।

শোক :
কক্সবাজার জেলা জজশীপের আওতাধীন টেকনাফ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী আলী আকবর এর
মৃত্যুতে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

এসোসিয়েশন এর কক্সবাজার জেলা সভাপতি, কক্সবাজার জেলা জজ আদালতের নাজির বেদারুল আলম এবং সাধারণ সম্পাদক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

সতীর্থ ৮৩, কক্সবাজার :

কক্সবাজারে ১৯৮৩ সালে এসএসসি পাস করা বন্ধুদের সংগঠন “সতীর্থ ৮৩, কক্সবাজার” এর সদস্য আলী আকবর পেশকারের মৃত্যুতে সংগঠনের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। সংগঠনের সদস্যরা আলী আকবরকে একজন ভাল ও সজ্জন বন্ধু হিসাবে উল্লেখ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

অ্যাডভোকেট ছৈয়দ আলম এসোসিয়েটস :

বিশিষ্ট আইনজীবী সহকারী পারভেজ আকবর সবুজ এর বড় ভাই, টেকনাফ সিনিয়র সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী আলী আকবর পেশকার এর মৃত্যুতে অ্যাডভোকেট ছৈয়দ আলম এসোসিয়েট এর কর্ণধার, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম গভীর শোক প্রকাশ করেছেন। এসোসিয়েটস সকল সদস্যের পক্ষে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।