মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী (৬৮) আর নেই। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার সকাল ১১ টার দিকে কক্সবাজার শহরের হোটেল সীওয়ার্ল্ডে  দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে এসে তিনি সেখানে বুকে ব্যাথা অনুভব করলে তাঁকে দুপুর ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী নাফেরার দেশে চলে যান।

বরন্য সাংবাদিক হেলাল উদ্দিন বর্তমানে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান, এর আগে তিনি ২৫ বছর যাবৎ দৈনিক আজাদীতে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন তিনি। কক্সবাজার শহরের বার্মিজস্কুলের পেছনের রোডের বাসিন্দা বর্ষিয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী মরহুম জাকির হোসেন ও ফরিদা বেগমের জ্যেষ্ঠ পুত্র। তিনি স্থায়ীভাবে চট্টগ্রাম শহরে বসবাস করতেন। তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের ১২ জন প্রতিষ্ঠাতা সদস্যের অন্যতম একজন।

প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃতদেহ টেকপাড়া পশ্চিম কালুরদোকানস্থ তাঁর ভগ্নিপতি সংগীত শিল্পী, কলামিস্ট রায়হান উদ্দিন এর বাসভবনে রাখা হয়েছে।

সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী মৃত্যুকালে স্ত্রী, একমাত্র পুত্র তাসনিম উদ্দিন হেলাল, অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান। পুত্র তাসনিম উদ্দিন হেলাল চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক।

সিবিএন পরিবারের শোক :

বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল “সিবিএন” পরিবারের পক্ষে  সম্পাদক ও প্রকাশক  অধ্যাপক আকতার চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

অধ্যাপক আকতার চৌধুরী কক্সবাজারের সাংবাদিকতা জগতের গর্ব, প্রবীণ সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

টেকপাড়া সোসাইটি :

টেকপাড়া সোসাইটির সভাপতি এম. জাহেদ উল্লাহ জাহেদ, সাধারণ সম্পাদক শেখ আতিকুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল উল আলম সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সোসাইটির নেতৃবৃন্দ পশ্চিম টেকপাড়ার বাসিন্দা, কক্সবাজারের গর্ব সাংবাদিক হেলাল উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

ন্যাশনাল ককস ক্রীড়া সংঘ :

বর্ষীয়ান সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে ন্যাশনাল ককস ক্রীড়া সংঘের সভাপতি এম.করিম উল্লাহ, সাধারণ সম্পাদক শিমুল পাল গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।