মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও দৈনিক কক্সবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক, মহান মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলামের সহধর্মিণী মনোয়ারা ইসলাম আর নেই। শুক্রবার ৬ অক্টোবর ভোর সাড়ে ৬ টার দিকে চট্টগ্রাম শহরের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমা মনোয়ারা ইসলাম কক্সবাজার জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম সজিবের মাতা। মরহুমা কক্সবাজার পৌরসভার উত্তর রুমালিয়ার ছড়ার নুরুল ইসলাম সড়কে (ব্রিকফিল্ড রোড) এর বাসিন্দা ছিলেন।

শুক্রবার ৬ অক্টোবর আসরের নামাজের পর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমা মনোয়ারা ইসলাম এর নামাজে জানাজা শেষে বইল্যা পাড়া কবরস্থানে স্বামী মরহুম আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম এর কবরের পাশে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের সন্তান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম জানিয়েছেন।

এদিকে, গুণবতী মহিলা মনোয়ারা ইসলাম এর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।