সংবাদ বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার হার্ভার্ড কলেজে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হয়।
কলেজের নবনির্মিত একাডেমিক ভবন মিলনায়তনে ওরিয়েন্টশন উপলক্ষে বর্ণিল সাজে সজ্জিত ভবন নবীন-প্রবীণ শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
নবাগত শিক্ষার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস ও বুকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সজ্জিত আয়োজনে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে শুরু হয় অনুষ্ঠানের মূল আয়োজন। অর্থসহ কুরআন তিলাওয়াত, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, নবীনবরণ সংগীত, দেশের গান উপস্থিত সকলকে বিমোহিত করে। নবীনদের উদ্দেশ্যে প্রবীণদের বক্তব্য, নবীন শিক্ষার্থীদের বক্তব্য এবং শিক্ষকবৃন্দের দিকনির্দেশনামূলক কথামালা অনুষ্ঠানকে করে তুলে প্রাণবন্ত। অতিথিবৃন্দের বক্তব্যে দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ, নিয়মিত অধ্যয়ন ও ক্লাসে উপস্থিতি এবং নিজ নিজ ধর্মীয় অনুশাসন মেনে চলার উপদেশ শিক্ষার্থীদের মাঝে আশার সঞ্চার করেছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সহসভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রহিম সিকদার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মহিউদ্দিন চৌধুরী, পরিচালক অ্যাডভোকেট কলিম উল্লাহ মামুন ও স্থানীয় বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম। শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বক্তব্য রাখেন, হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিউল আলম খোন্দকার, প্রভাষক মাজেদুল হক ও মোহাম্মদ নুরুল হক।
স্বাগত বক্তব্য রাখেন একাদশ ভর্তি কমিটির আহ্বায়ক প্রভাষক মোঃ সিরাজুল কবির।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আল আমীন।
কক্সবাজার হার্ভার্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন সম্পন্ন
